আজকের বার্তা
আজকের বার্তা

কাউখালীতে ৮শ কেজি জাটকা আটক


আজকের বার্তা | প্রকাশিত: মে ০২, ২০২১ ৭:০৩ অপরাহ্ণ কাউখালীতে ৮শ কেজি জাটকা আটক
Spread the love
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা ॥
পিরোজপুরের কাউখালী বেকুটিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ২০মন (আটশত কেজি ) জাটকা আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বেকুটিয়া ফেরিঘাটে কলাপাড়ার মহিপুর থেকে বাগেরহাট গামী একটি পণ্যবাহী ট্রাকে অভিযানে চালিয়ে ওই জাটকা আটক করা হয়। গত শনিবার সকালে সেগুলো কাউখালী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথির উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল উপস্থিত ছিলেন।