বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজে দাঁড়িয়ে অঝরে কাঁদলেন ভা-ারিয়াবাসী
আজকের বার্তা | প্রকাশিত: মে ০২, ২০২১ ৭:০৩ অপরাহ্ণ
Spread the love
ভা-ারিয়া প্রতিনিধি ॥
তীব্র দাবদাহে মানুষের জীবন নাভিশ্বাস উঠেছে। শুধু মানুষ নয়, এক ফোঁটা বৃষ্টির আশায় প্রহর গুনছে পশুপাখিরাও। তবে বৃষ্টিতো হচ্ছেই না, উল্টো প্রতিদিন তাপমাত্রা বেড়েই চলেছে। এমন অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে পিরোজপুরের ভা-ারিয়ায় কল্যানময় বৃষ্টির জন্য (সালাতুল ইস্তিস্কার) নামাজ আদায় করা হয়েছে। গতকাল রবিবার (২ মে) সকালে ভা-ারিয়া পৌর শহরের মিরাবাড়ি বাজার-সংলগ্ন মাঠে এলাকাবাসীর উদ্যোগে মুসল্লিরা এ নামাজ আদায় করেন এবং নামাজের পর খুৎবা পাঠ শেষে মহামারি করোনা ও অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মিরাবাড়ি সৈয়দ আল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আব্দুল জলিল। অপর দিকে বৃষ্টির জন্য ও আল্লাহর রহমত প্রত্যাশায় উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের স্থানীয় মাঠে সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় করে দোয়া মোনাজাত করেন বায়তুল মামু’র জামে মসজিদের খতিব মাওলানা মোস্তফা হোসাইন। মাওলানা মোস্তফা হোসাইন বলেন, বৈশাখ মাস প্রায় শেষের দিকে অথচ বৃষ্টির দেখা নেই। মানুষ তার পাপের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। এতে আল্লাহ তায়ালা মানুষের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ফলে মানুষ, জীবজন্তু, পশুপাখি অনাবৃষ্টি ও অতিখরায় ভুগছে। তাই এ অবস্থা থেকে উত্তোরণের জন্য বৃষ্টির আশায় আমরা মহান আল্লাহপাকের দরবারে মাফ চেয়ে কান্নাকাটি করে নামাজ আদায় করেছি। বৃষ্টির জন্য প্রতিদিন সবাই ইস্তেগপার করার জন্য আহ্বান করেন।