আজকের বার্তা
আজকের বার্তা

বরগুনায় ২০০ পিচ ইয়াবা সহ দুই যুবক গ্রেফতার


আজকের বার্তা | প্রকাশিত: মে ০২, ২০২১ ৭:০৩ অপরাহ্ণ বরগুনায় ২০০ পিচ ইয়াবা সহ দুই যুবক গ্রেফতার
তরিকুল ইসলাম রতন ॥
বরগুনা জেলার বামনা উপজেলার দক্ষিণ রামনা এলাকার খেয়াঘাট থেকে তৌহিদুজ্জামান( ২৭) ও আবুল কালাম ( ৩৮) নামের দুই যুবকে ২০০ পিচ ইয়াবা সহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ । গতকাল রবিবার (০২ মে) সন্ধ্যা সাতটার দিকে ডিবি পুলিশের ৫ সদস্যের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা জেলার বামনা উপজেলার দক্ষিণ রমনা খেয়াঘাট এলাকায় থেকে ২০০পিচ ইয়াবা সহ তৌহিদুজ্জামান ও আবুল কালাম নামের দুই যুবকে আটক করে জেলা ডিবি পুলিশের একটি দল। আটক তৌহিদুজ্জামান সাতক্ষীরার আশাশুনি উপজেলার চেওটিয়া গ্রামের শেখ আব্দুল জলিলের ছেলে এবং আবুল কালাম পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বেতমোর গ্রামের বাদশা ফকিরের ছেলে।  জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মোসলে উদ্দিন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের উপ পরিদর্শক মোসলেম উদ্দিন বাদি হয়েছে আটককৃতদের নামে মাদক নিয়ন্ত্রণ আইনে বামনা থানার মামলায় প্রস্তুতি নিচ্ছেন। এবিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ( ওসি) আবুল বাশার বলেন, আটককৃতরা সাতক্ষীরা জেলা থেকে ইয়াবা নিয়ে বামনা উপজেলার দক্ষিণ রামনা খেয়াঘাটে আসায় আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করি। তিনি আরও বলেন, আটক কৃত দের নামে মাদক মামলা প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107