আজকের বার্তা
আজকের বার্তা

নলছিটিতে মা‌হিন্দ্রা ও মটরসাই‌কে‌লের মু‌খোমু‌খি সংঘর্ষ: আহত ৪


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩ ৬:৩৩ অপরাহ্ণ নলছিটিতে মা‌হিন্দ্রা ও মটরসাই‌কে‌লের মু‌খোমু‌খি সংঘর্ষ: আহত ৪
Spread the love

বার্তা ডেস্ক ॥ ঝালকা‌ঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছে। ১৮ নভেম্বর শনিবার, রাত ৮টার দিকে নলছিটি- বরিশাল সড়কের সারদল এলাকায় মাহিন্দ্র ও মটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়েছে।

স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক আহতদের বরিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

আহত মোটরসাইকেল আরোহীরা হলেন পৌরসভার শীতলপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে নজরুল ইসলাম (২৫), সূর্যপাশা এলাকার সুলতান হাওলাদারের ছেলে শাকিল (৩০), ফেরিঘাট এলাকার ১৬ নম্বর আবাসনের সোবাহান হাওলাদারের বাক প্রতিবন্ধী ছেলে শামীম হোসেন (১১) এবং মাহিন্দ্রা ড্রাইভার বরিশালের গড়িয়ারপাড় এলাকার সুলতান হাওলাদারের ছেলে সফিক (২৬)।

দপদপিয়া থেকে নলছিটির দিকে আসা মোটরসাইকেলের সাথে নলছিটি থেকে বরিশাল গামী বেপরোয়া গতির মাহিন্দ্রার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় প্রতক্ষদর্শীরা জানান।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ও‌সি) মো. মুরাদ আলী জানান, খবর পেয়ে নল‌ছি‌টি উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে তাৎক্ষ‌নিক অফিসার পাঠিয়ে‌ছি । অ‌ভি‌যোগ আস‌লে আইনানুগ ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে।