আজকের বার্তা
আজকের বার্তা

সাবমেরিন ক্যাবলের মাধ্যমে আলোকিত হচ্ছে মেহেন্দিগঞ্জের বিচ্ছিন্ন ৪ ইউনিয়ন


আজকের বার্তা | প্রকাশিত: মে ০২, ২০২১ ৬:৫২ অপরাহ্ণ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে আলোকিত হচ্ছে মেহেন্দিগঞ্জের বিচ্ছিন্ন ৪ ইউনিয়ন
Spread the love
নিজস্ব প্রতিবেদক ॥
বিদ্যুৎ সভ্যতার ৫০ বছর পরে সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে বিদ্যুতের আলোয় আলোকিত মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে নদী বিচ্ছিন্ন জাঙ্গালিয়া, চরগোপালপুর ও শ্রীপুর ইউনিয়নবাসী। গতকাল রবিবার সকাল ১১টায় মাসকাটা নদীতে সাবমেরিন ক্যাবেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ পংকজ নাথ তার বক্তব্যে বলেন, উদিত রবির প্রথম আলো দূর করবে সকল কালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তা করেন। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার সেই প্রতিশ্রুতি মোতাবেক সারা বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে নদী বিচ্ছিন্ন জাঙ্গালিয়া, চরগোপালপুর ও শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ পারে মাসকাটা নদীতে ১৭০০ মিটার সাবমেরিন ক্যাবেলের উদ্বোধন করা হয়। এ সময় সাংসদ পংকজ নাথ প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে অভিনন্দন জানিয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী আব্দুল মান্নান, নির্বাহী প্রকৌশলী অনিল কুমার সরকার, সিজিএম কারিগরী আলাউদ্দিন আহমেদ, সহকারী প্রকৌশলী শাহে আলম, এজিএম সাইদুল মুরসালিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রমিজ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম, ইউপি চেয়ারম্যান সামছুল বারী মনির, হারুন মোল্লা, শেখ শহিদুল ইসলাম, আবদুল কাদের ফরাজি, আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপ্রেশার মানুষ।