আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে তফসিলের পক্ষে-বিপক্ষে মিছিল


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩ ১২:২১ অপরাহ্ণ বরিশালে তফসিলের পক্ষে-বিপক্ষে মিছিল
Spread the love

বার্তা ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় বরিশালে পৃথক আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ। অপরদিকে তফসিল ঘোষণার প্রতিবাদে মিছিল করেছে বিএনপি।

তফসিল প্রত্যাখ্যান করে হরতালের সমর্থনে মিছিল করেছে বাম গণতান্ত্রীক জোট। তফসিল ঘোষণার পর নগরীর সর্বত্র নিরাপত্তা জোর করা হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয় নগরীর শহীদ সোহেল চত্বর থেকে এক  আনন্দ মিছিল বের করে। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসসহ অন্যরা ।

 

একই সময় নগরীর সার্কিট হাউসের সামনে থেকে নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ সমর্থকরা একটি পৃথক আনন্দ মিছিল বের করে।

মিছিল দুটি নগরী সদর রোড, লাইন রোড, চকবাজার ফজলুল হক এভিনিউ হয়ে কাকুলি সিনেমা হলের মোড় ও সার্কিট হাউজের সামনে গিয়ে শেষ হয়।

এদিকে তফসিল ঘোষণার পরপরই নগরীর সিএন্ডবি রোডে ১৩ ওয়ার্ড বিএনপি ও নগরীর রূপাতলী এলাকায় মহানগরের যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদার তফসিল ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন।

অপরদিকে তফসিল প্রত্যাখান করে আজ বৃহস্পতিবার হরতালের সমর্থনে নগরীর সদর রোডে মিছিল করে বাম গণতান্ত্রীক জোট। মিছিলটি নগরীর সদররোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফকির বাড়ি সড়কে গিয়ে শেষ হয়।

তফসিল ঘোষণার পর সর্বত্র নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।