আজকের বার্তা
আজকের বার্তা

গৌরনদীতে ৭ ব্যবসায়ীকে জরিমানা


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ০৬, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ণ গৌরনদীতে ৭ ব্যবসায়ীকে জরিমানা
Spread the love

বার্তা ডেস্ক ॥ সড়কের পাশে যত্রতত্রভাবে গাছ, ইট, বালু ও পাথর রাখার দায়ে গৌরনদী উপজেলার সাত ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে উপজেলার গৌরনদী-পয়সারহাট আঞ্চলিক সড়কে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু আবদুল্লাহ খান।

অভিযানে ওই সাত ব্যবসায়ীকে নয় হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা আবু সুফিয়ান সাকিবসহ অন্যান্যরা।