আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ০৬, ২০২৩ ৫:৩৫ অপরাহ্ণ বরিশালে সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
Spread the love

বার্তা ডেস্ক ॥ বরিশাল নগরীর ২৭টি সড়ক ও ১৬টি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন বিদায়ী মেয়র সাদিক আবদুল্লাহ। সোমবার দুপুর ২টায় নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোডের উদ্বোধনের মধ্য দিয়ে এই কার্যক্রমের শুরু করেন তিনি।

দায়িত্বপালনের শেষ দিকে এসব সড়ক ও ড্রেন নির্মাণ করেন মেয়র সাদিক। পরে অন্যান্য এলাকা ঘুরে উন্নয়ন কাজ উদ্বোধন করেন তিনি। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা, ওয়ার্ড কাউন্সিলর এবং ঠিকাদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

৫ বছরের মেয়াদ পূর্তির ৫ দিন আগে আগামী ৯ নভেম্বর দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন মেয়র সাদিক আবদুল্লাহ। এ কারণে শেষ সময়ে ২৭টি সড়ক ও ১৬টি নির্মিত ড্রেনের উদ্বোধন করেন তিনি।