আজকের বার্তা
আজকের বার্তা

ভোলায় ইন্ট্রাকো বেজ স্টেশন ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধা


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩ ৯:১৬ অপরাহ্ণ ভোলায় ইন্ট্রাকো বেজ স্টেশন ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধা
Spread the love

বার্তা ডেস্ক ॥ পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে দক্ষিণাঞ্চলীয় নাগরিক আন্দোলন কমিটির ভোলার ইন্ট্রাকো বেজ স্টেশন ঘেরাও কর্মসূচি।

মঙ্গলবার সকাল ১১টায় ঘেরাও কর্মসূচি উপলক্ষে ভোলা বাংলা স্কুল মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সমাবেশ শেষে ইন্ট্রাকো বেজ স্টেশন ঘেরাও কর্মসূচিতে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে ঘেরাও কর্মসূচি পণ্ড হয়ে গেলে ঘেরাওকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘ভোলাসহ দক্ষিণাঞ্চলকে গ্যাসবঞ্চিত রেখে অন্যত্র গ্যাস সরবরাহের উদ্দেশ্যে ইন্ট্রাকো কোম্পানির সঙ্গে করা অপচুক্তি দ্রুত বাতিল করতে হবে। অবিলম্বে অগ্রাধিকার ভিত্তিতে ভোলাসহ দক্ষিণাঞ্চলের শিল্পাঞ্চলগুলোতে ও আবাসিক খাতে ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করতে হবে।’

দক্ষিণাঞ্চলীয় নাগরিক আন্দোলন কমিটি এসব দাবিতে তারা দীর্ঘদিন আন্দোলন করে আসছে।

দক্ষিণাঞ্চলের গ্যাস রক্ষা নাগরিক আন্দোলন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন– ভোলার প্রবীণ সাংবাদিক এম এ তাহের, দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক আলহাজ শওকাত হোসেন, ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোবাশ্বের উল্লাহ চৌধুরী, সদস্য সচিব ডা. মণীষা চক্রবর্তী, বরিশাল মহানগর ছাত্রফ্রন্টের সভাপতি বিজয় রায়, বরিশাল মহানগর ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক সুজন আহমেদ, ছাত্র ইউনিয়নের সভাপতি আল আমিন, ছাত্র ইউনিয়ন ভোলা সম্পাদক আরিফ, বাসদ সমন্বয়ক পটুয়াখালী, বদ্বীপ ছাত্র কল্যাণ সংসদের আহ্বায়ক ইয়ামিন হাওলাদার, বাসদ গোপালগঞ্জের মোশারেফ হোসেন ঢালী, ওবায়দুল হক মহাবিদ্যালয়ের কামরুল আহসান হিরণ, ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের বাসদ ফরিদপুরের সজল বারই, জহিরুল আলম স্বপন।