আজকের বার্তা
আজকের বার্তা

মঠবাড়িয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩ ৬:৫৯ অপরাহ্ণ মঠবাড়িয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
Spread the love

বার্তা ডেস্ক ॥ পিরোজপুরের পাথরঘাটা-চরখালী সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর ৫টার দিকে ভাণ্ডারিয়া উপজেলার পাথরঘাটা-চরখালী সড়কের ইকরি মোল্লাবাড়ি মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আ: জলিল হাওলাদার (৫৬) জেলার মঠবাড়িয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মরহুম ইসমাইল হাওলাদারের ছেলে এবং একজন মাছ ব্যবসায়ী।

স্থানীয়রা জানায়, আ: জলিল মোটরসাইকেলে করে মঠবাড়িয়া থেকে ইন্দুরকানি পাড়েরহাট মৎস্য বন্দর যাচ্ছিলেন। পথে ইকরি ইউনিয়নের মোল্লাবাড়ি মসজিদের সামনে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নষ্ট হয়ে পড়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

মটবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।