পায়রা বন্দর কোস্টগার্ডের অভিযানে ট্রলারসহ ২০ মন হাঙ্গর জব্দ
আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২১ ৫:০৩ অপরাহ্ণ
Spread the love
নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥
পায়রা বন্দর কোস্টগার্ডের অভিযানে ২০ মন হাঙ্গর পোনা (স্যান্ডি প্রজাাতির) একটি ট্রলারসহ জব্দ করা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা যায়নি। গত বৃহস্পতিবার মধ্যরাতে রাবনাবাদ চ্যানেলে টহলকালে এফবি মাহিয়া ট্রলারে এ পরিমান হাঙ্গর পাওয়া গেছে। আটককৃত হাঙ্গর বনবিভাগ কলাপাড়ার কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড পায়রা বন্দরের পেটি অফিসার বেলায়েত হোসেন এ খবর নিশ্চিত করেছেন।