আজকের বার্তা
আজকের বার্তা

ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে অভিযোগ ফেসবুক লাইভে এসে ধর্ষণের শিকার তরুণীর আত্মহত্যার হুমকী


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২১ ৫:০২ অপরাহ্ণ ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে অভিযোগ ফেসবুক লাইভে এসে ধর্ষণের শিকার তরুণীর আত্মহত্যার হুমকী
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার বাদী এবার ফেসবুক লাইভে এসে আত্মহত্যার হুমকি দিয়েছেন। এসময় তার দায়েরকৃত মামলার তদন্ত কাজে প্রভাব বিস্তারসহ বিভিন্ন শংকা প্রকাশ করেছেন। এছাড়া নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ আনেন ওই তরুণী। গত বৃহস্পতিবার রাত ৯টায় বাদী ওই তরুণী তার ব্যাক্তিগত ফেসবুক একাউন্টে লাইভে বিয়ের স্বীকৃতির দাবী করে প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানান। মামলার বাদী ওই তরুণী ১২ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওতে অভিযোগ করেন, জসিম উদ্দিন ও তার লোকজন টাকার প্রলোভন দেখিয়ে তাকে মামলা তুলে নেয়ার চেষ্টা করছে। দায়েরকৃত মামলা ও মেডিক্যাল টেস্টের ফলাফলের ওপর জসিম তার সভাপতি পদের প্রভাব বিস্তার করে ক্ষমতার অপব্যবহার করতে পারেন বলে শংকা জানিয়েছেন ওই তরুণী। এসময় ওই তরুণী জানান, তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলে জানান তিনি। নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের বিরুদ্ধেও নানান প্রতারণার অভিযোগ আনেন ওই তরুণী। এছাড়া জসিমের অনুসারী বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মীর সম্পর্কেও অভিযোগ করেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি জসিম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এর পরপরই গত ২১ এপ্রিল ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ এনে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই তরুণী বরিশাল মহানগর সভাপতি জসিম উদ্দিনের বিরুদ্ধে বরিশাল এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107