বার্তা ডেস্ক ॥ জেলার আগৈলঝাড়া উপজেলার রামের বাজার এলাকার বটতলা নামকস্থানে শুক্রবার সকাল দশটার দিকে বাইসাইকেলের সাথে ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। নিহত বাইসাইকেল চালক অলি খান (১২) পূর্ব সুজনকাঠী গ্রামের সিঙ্গাপুর প্রবাসী জাহাঙ্গীর খানের ছেলে ও গৈলা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলো।
স্থানীয়রা জানিয়েছেন, অলি খান রামেরবাজার থেকে বাইসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলো। পথিমধ্যে সাহেবেরহাটগামী ইজিবাইক তাকে সামনে থেকে স্বজোরে ধাক্কা দিলে মাদ্রাসা ছাত্র অলি ছিটকে পরে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা অলিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই অলির মৃত্যু হয়েছে।