আজকের বার্তা
আজকের বার্তা

ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩ ৫:৪১ অপরাহ্ণ ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
Spread the love

বার্তা ডেস্ক ॥ আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, এ স্লোগান নিয়ে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর থেকে বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক মামুন শিবলি আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরিফ।

সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরোজ। স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ মটোরযান পরিদর্শক অনিমেষ মন্ডল। অন্যদের মধ্যে জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি মাহবুবুল হক দুলাল ও বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান হাবিব বক্তব্য রাখেন। ঝালকাঠি জেলায় বিআরটিএ পরিসংখ্যান ২০২৩ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩ মাসে ৮টি সড়ক দুর্ঘটনায় ৪৯ জন আহত ও ২০ জন নিহত হয়েছে।