আজকের বার্তা
আজকের বার্তা

রাঙ্গাবালীতে মুদি দোকানে টিসিবির তেল বিক্রি, মালিককে জরিমানা


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৩ ৭:২১ অপরাহ্ণ রাঙ্গাবালীতে মুদি দোকানে টিসিবির তেল বিক্রি, মালিককে জরিমানা
Spread the love

বার্তা ডেস্ক ॥ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সরবরাহ করা তেল কালোবাজার থেকে কিনে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মুদি দোকানে খুচরা বিক্রির দায়ে রুস্তম আলী (৪৫) নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিয়ুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের চৌরাস্তায় অবস্থিত রুস্তম আলীর মুদি দোকানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার গুদাম থেকে টিসিবির দুই লিটারের সয়াবিন তেলের ২৪টি বোতল উদ্ধার করা হয়।

এই অভিযানকালে দোকান মালিক রুস্তম কালোবাজর থেকে টিসিবির ১০০ লিটার তেল কিনেছেন বলে স্বীকার করেন। ওই সব তেল তিনি দোকানে খুচরা বিক্রি করছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, ভোক্তা অধিকার আইনে মুদি দোকান মালিক রুস্তমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে উদ্ধার হওয়া তেলগুলো দুটি এতিমখানাসহ দুস্থ লোকজনের মাঝে বিতরণ করা হয়।