আজকের বার্তা
আজকের বার্তা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাজী সেলিম ও ইরফানের শ্রদ্ধা


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১ ২:১৬ অপরাহ্ণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাজী সেলিম ও ইরফানের শ্রদ্ধা
Spread the love
বার্তা ডেস্ক ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা-৭ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও তার পুত্র সদ্য করামুক্ত ইরফান সেলিম। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা। এসময় ইরফান সেলিম বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার মামলা বিচারাধীন রয়েছে সুতরাং এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে আমার প্রতি জনগণের ভালবাসা ও দোয়া রয়েছে এজন্য আমি আপনাদের মধ্যে ফিরে এসেছি। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গত বুধবার নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের ঘটনায় করা মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হন সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিম।