আজকের বার্তা
আজকের বার্তা

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে অবনতি বাবর আজমের


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১ ২:১১ অপরাহ্ণ টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে অবনতি বাবর আজমের
Spread the love
বার্তা ডেস্ক ॥
টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে একধাপ নেমে তৃতীয় স্থানে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সর্বশেষ র‌্যাংকিং বলছে-রেটিং পয়েন্ট ৮২৮ নিয়ে তৃতীয়তে বাবর। আর অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৮৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চলে এসেছেন। অন্যদিকে ৮৯২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংলিশ তারকা ডেভিড মালান। জিম্বাবুয়ে সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা সফরে ছিল পাকিস্তান। সেই সময় দ্বিতীয় স্থানে ছিলেন বাবর। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর পাকিস্তান দলে ব্যক্তিগত র‌্যাংকিংয়ে পরিবর্তন এসেছে। দুর্দান্ত পারফরম্যান্সে সেরা দশে ঢুকে পড়েছেন দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। ১৫ থেকে এক লাফে প্রথমবারের মতো টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের সেরা দশে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের এই উইকেটেকিপার ব্যাটসম্যান। সেরা দশে রয়েছেন যথাক্রমে-ডেভন কনওয়ে, বিরাট কোহলি, র্যাসি ফন ডার ডুসেন, লোকেশ রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল, মার্টিন গাপটিল, মোহাম্মদ রিজওয়ান।