আজকের বার্তা
আজকের বার্তা

বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করল আইসিসি


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৩ ২:০৭ অপরাহ্ণ বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করল আইসিসি
Spread the love

বার্তা ডেস্ক ॥  আগামী মাসের শুরুতে প্রতিবেশী দেশ ভারতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এরই মধ্যে বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে অংশগ্রহণকারী দলগুলোকে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

যেখানে শিরোপাজয়ী দলকে দেওয়া হবে ৪০ লাখ ইউএস ডলার। সর্বনিম্ন প্রাইজমানি থাকছে ৪০ হাজার ডলার। গ্রুপপর্বে প্রতি ম্যাচে জয়ী দল পাবে এই পুরস্কার। গ্রুপ পর্বে রাউন্ড রবিন ফরম্যাটে ১০ দলের সবাই একে অন্যের মুখোমুখি হবে। শীর্ষ চারটি দল খেলবে সেমিফাইনালে।

খালি হাতে ফিরবে না কোনও দল। নকআউটে উঠতে না পারা প্রতিটি দল পাবে ১ লাখ মার্কিন ডলার করে। আর গ্রুপ পর্বে প্রতি জয়ের জন্য পকেটে ঢুকবে ৪০ হাজার মার্কিন ডলার।

সেমিফাইনালে হেরে যাওয়া দল দুটি পাবে ৮ লাখ মার্কিন ডলার করে। আগামী নারীদের বিশ্বকাপের জন্যও একই প্রাইজমানি নির্ধারণ করেছে আইসিসি।