আজকের বার্তা
আজকের বার্তা

বগুড়ায় ২৫ হাজার ১৮৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১ ৩:১০ অপরাহ্ণ বগুড়ায় ২৫ হাজার ১৮৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা
Spread the love
বার্তা ডেস্ক ॥
সারাদেশের ন্যায় বগুড়াতে আভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বেলা সাড়ে ১১টায় এ উপলক্ষে বগুড়া সদর এলএসডি চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান,  জেলা আ’লীগ নেতা আল রাজী জুয়েল, স্থানীয় পৌর কাউন্সিলর আব্দুল মতিন সরকার প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠান শেষে বগুড়াতে ফিতা কেটে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক। ২৭ টাকা কেজি দরে জেলায় এবার ২৫ হাজার ১৮৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২৮ জানুয়ারী থেকে ৩১ আগষ্ট পর্যন্ত ধান সংগ্রহ করা হবে। বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের কৃষক আব্দুল মজিদ তার জমির বোরো ধান দিতে এসে জানালেন, সে বগুড়া সদর খাদ্য গুদামে ধান দিয়ে লাভবান হয়েছেন। সরকার এবার কৃষকদের ন্যায্য মূল্য দেয়ায় অভিনন্দন জানালেন। জেলার শিবগঞ্জের চালকল মালিক আমিনুল হক দুদুু জানান, এবার সরকার কৃষক ও মিলারদের স্বার্থ রক্ষার কথা বিবেচনা করে ধান ও চালের মূল্য নির্ধারণ করেছেন।