আজকের বার্তা
আজকের বার্তা

১৩ হাজারে বিক্রি হলো এক ইলিশ


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৩ ১১:০২ পূর্বাহ্ণ ১৩ হাজারে বিক্রি হলো এক ইলিশ
Spread the love

পটুয়াখালীর কুয়াকাটায় দুই কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ১৩ হাজার টাকায়।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে ইদ্রিস নামের এক জেলের জালে ইলিশটি ধরা পড়ে। পরে দুপুরে কুয়াকাটা মেয়র বাজারে নিয়ে এলে নিলামে ১২ হাজার ৩৯ টাকায় কিনে নেন বশির গাজী নামের এক মৎস্য ব্যবসায়ী। পরে তিনি মাছটি পটুয়াখালীর এক ক্রেতার কাছে বিক্রি করেন।

গাজী ফিশের ব্যবস্থাপনা পরিচালক বশির গাজী বলেন, এতো বড় ইলিশ মাছ এই বাজারে খুব কম দেখা মেলে। তাই আমি নিলামে মাছটি কিনে নিই। পরে ১৩ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছেন। এটিকে বছরে সরকারের দুইবার নিষেধাজ্ঞার সুফল বলতে পারি আমরা।