আজকের বার্তা
আজকের বার্তা

মাছের সাথে শত্রুতা


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১ ৩:০৯ অপরাহ্ণ মাছের সাথে শত্রুতা
বার্তা ডেস্ক ॥
পটুয়াখালীর গলাচিপায় এক মৎস্য চাষির ঘেরে বিষ দিয়ে ৩ লাখ টাকা মূল্যের মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এলাকাবাসী ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের মো. ফোকান হোসেন সর্দার ১ একর ২০ শতাংশ ভূমি ঘের করে বিভিন্ন প্রজাতির কার্প জাতের মাছ চাষ করে আসছিল। বুধবার সকালে ঘেরের মারা মাছ ভাসতে দেখে এলাকার লোকজনকে খবর দেয়। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি মো. ফোকান হোসেন সর্দার বলেন, ‘আমি রুই, কাতল, মৃগেল, গলদা চিংড়িসহ বিভিন্ন জাতের ২০ হাজার মাছ চাষ করি। দুর্বৃত্তরা বিষ দিয়ে আমার চাষকরা মাছ মেরে ফেলেছে।’ গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107