বার্তা ডেস্ক ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের যুব সংগঠন জাতীয় যুব জোটের বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় বরিশাল নগরীর সদর রোডের কীর্তনখোলা মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় যুব জোট কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন।
জেলা যুবজোটের সভাপতি আশরাফুল হক মুন্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মন্ডলের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রখেন জাসদ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, যুবজোট কেন্দ্রিয় কমিটির সহসভাপতি আসিফুর রহমান বাবু ও যুবজোট কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক মুহাম্মদ সামসুল ইসলাম সুমন এবং যুবজোট কেন্দ্রিয় কমিটির সদস্য আফজাল হোসেন বাচ্চু। এছাড়া স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।