আজকের বার্তা
আজকের বার্তা

ভান্ডারিয়ায় করোনার সচেতনতায় সড়কে র‌্যালি


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২১ ৬:১৭ অপরাহ্ণ ভান্ডারিয়ায় করোনার সচেতনতায় সড়কে র‌্যালি
Spread the love
মামুন হোসেন ভান্ডারিয়া (পিরোজপুর) ॥
প্রাঁণ কেড়ে নেয়া করোনা ভাইরাস থেকে মুক্তির গণসচেতনতায় ভা-ারিয়া উপজেলা স্কাউটের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে ব্যতিক্রমী একটি সাইকেল র‌্যালি বের হয় । অর্ধশত সাইকেলের র‌্যালিটি “করোনায় ইচ্ছা করে’ ‘কেউ অসাবধানতায়  মরোনা” এই শ্লোগানে ভা-ারিয়া বিহারী লাল মৈত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু করে উপজেলার মহাসড়ক,  ভা-ারিয়া বাজার ও বাসস্ট্যান্ডে কলেমা চত্বর সহ বিভিন্ন এলাকার পথে প্রান্তে কয়েক ঘন্টা করোনার  প্রতিকৃতিও প্রদর্শন করে সচেতন করা হয়। পাশিাপাশি মাস্ক বিতরণ, হ্যান্ডস্যানিটাইজার ও সাবান ব্যবহার ও স্বাস্থ্য বিধি মানতে সবাইকে উদ্বুদ্ধ করা সহ এ সময় পথচারীদের মাঝে বিভিন্ন সুরক্ষা বিতরন করেনও তারা।  এক স্কাউট শিক্ষার্থী বলেন, যেহেতু লক ডাউন দিয়েও যখন করোনা ফেরানো যাচ্ছে না, মানুষও সচেতন হচ্ছে না, সামনে অনিবার্য বিপদের হাতছানি। সেই চিন্তায় আমরা স্কাউট দল সড়কে সড়কে বিপদের সাইরেন বাজিয়ে সবাইকে সচেতন করেছি। পরে র‌্যালিটি উপজেলা অডিটরিয়ামে এক মতবিনিময় ও বিদায় অনুষ্ঠানে যোগ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম নবীন  অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে  উচ্চপদে প্রমোশন হওয়ার কারণে উপজেলা স্কাউট এর পক্ষ থেকে স্কাউট  স্কার্ফ  ও  ক্যাপ পরিয়ে দেন স্কাউট কমিশনার মোঃ জহিরুল আলম। এ সময়  উপস্থিত ছিলেন স্কাউট সম্পাদক মোঃ শফিকুল ইসলাম আজাদ, সাংবাদিক মোঃ শহীদুল ইসলাম মল্লিক সহ অনেকে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটের এর সভাপতি মোঃ নাজমুল আলম নবীন বলেন, সকল প্রতিকূলতা মধ্যেও স্কাউট তার উপরে অর্পিত দায়িত্ব  সব সময়ই যথাযথ ভাবে বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর। তিনি আরো বলেন, শুধু মাত্র ভোগে নয়, রাষ্ট্রের প্রয়োজনে নিজেকে উৎসর্গ করার মধ্যেই প্রকৃত সুখ রয়েছে।