কাউখালীতে কর্মহীন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা
আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২১ ৬:১৬ অপরাহ্ণ
কাউখালী সংবাদদাতা ॥
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক দুরত্ব বজায় রেখে করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া একশ’ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কাউখালী সদর ইউনিয়নের জয়কুল ও আমরাজুড়ি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা এই খাদ্য সহায়তা প্রদান করেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, চিনি, ডাল,আলু,চিড়া,পানি বিশুদ্ধ করন ট্যাবলেটসহ বিভিন্ন উপকরণ। খাদ্য সহায়তা বিতরণকালে কাউখালী ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম.সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।