আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২১ ৬:১৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালে বাজার মনিটরিং এর অংশ হিসবে অধিক দামে তরমুজ বিক্রয় করার অপরাধে মোবাইল কোর্ট অভিযানে ১১ ব্যবসায়ীকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। তরমুজ কম দামে পিচ হিসেবে ক্রয় করে ক্রেতাদের নিকট অধিক দামে কেজি দরে বিক্রি করার পাশাপাশি করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি অনুসরন না করায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এমতা অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে বরিশাল জেলা প্রশাসন এর পক্ষ থেকে নগরীর বিভিন্ন বাজারে দুইটি মোবাইল কোর্ট টিম অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাভেদ হোসেন চৌধুরী। এসময় বরিশাল নগরীর পোট রোড, ফলপট্টি, বটতলা বাজার, মেডিকেল কলেজ, নতুন বাজার, রুপাতলী বাসস্ট্যান্ড, সাগরদী বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় বাজারে অবস্থানরত ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযানে সত্যতা পাওয়া যায়। দেখা যায় প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৫০/৬০ টাকা করে। এতে একটি ভালো তরমুজ ক্রেতাদের কিনতে হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা করে যা সাধারণ মানুষের জন্য কিনে খাওয়াটা কষ্টসাধ্য। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।