আজকের বার্তা
আজকের বার্তা

কলাপাড়ায় ডালবুগঞ্জ বাজারের আয়রণ ব্রিজের বেহাল দশা


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২১ ৬:০৮ অপরাহ্ণ কলাপাড়ায় ডালবুগঞ্জ বাজারের আয়রণ ব্রিজের বেহাল দশা
Spread the love
নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥
নামেই আয়রন ব্রিজ। মানুষ চলাচল করছেন কাঠের পাটাতনের ওপর দিয়ে। চরম ঝুকি নিয়ে মিঠাগঞ্জ ইউনিয়নের মানুষ ডালবুগঞ্জ ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করছেন। সবচেয়ে বেশি দূর্ভোগে পড়েছেন স্কুল-মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ বয়োবৃদ্ধ মানুষ। বুধবারের হাঁটের দিনে মানুষ এই ব্রিজটি পার হতে গিয়ে চরম ঝুঁকিতে পড়ছেন। ব্রিজটির আয়রন স্ট্রাকচারের পাশের এ্যাঙ্গেলগুলো জং ধরে নষ্ট হয়ে গেছে। খুটিগুলোর একই অবস্থা। ক্রস এ্যাঙ্গেলগুলোও ভেঙ্গে গেছে। আয়রণ স্ট্রাকচারের উপরের সিমেন্টের স্লাবগুলো আগেই ভেঙ্গে গেছে। নড়বড়ে এই ব্রিজটি এখন অনেকটা মরণফাদে পরিনত হয়েছে। এলাকার মানুষ নিজেদের উদ্যোগে কাঠের পাটাতন, গাছ দিয়ে ঝুকিপুর্ণ এই যোগাযোগ ব্যবস্থা সচল রেখেছেন। প্রায় ২০ বছর আগের তৈরি এই ব্রিজটি এখন যে কোন সময় বিধ্বস্তের শঙ্কা দেখা দিয়েছে। জরাজীর্ণ ব্রিজটি ভেঙ্গে কয়েকদিন আগে রুহুল আমিন নামের এক পথচারী জখম হয়েছেন। বর্তমানে কোন যানবাহন এখন আর চলাচল করতে পারছে না। স্থানীয় বাসীন্দা মেহেদী হাসান বাবুল জানান, বাজার ব্যবসায়ী ও এলাকার মানুষের চাঁদার টাকা তুলে তক্তা দিয়ে বছরের পর বছর পর্যন্ত ব্রিজ মেরামত করে কোনমতে মানুষ একপাড় থেকে অন্যপাড়ে যেতে হচ্ছে। কিন্তু ব্রিজের অবস্থা খুবই খারাপ এখন আবার চাঁদা তুলে তক্তা ও চেরা কিনে আবার মেরামত করতে হবে। ব্রিজটি ভেঙ্গে পড়ে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা রয়েছে। এজন্য উপজেলা এলজিইডির প্রকৌশলীর পক্ষে থেকে ব্রিজটি  ঝুঁকিপুর্ন সাইন র্বোড টানিয়ে দেয়া হয়েছে। ডালবুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ দেলওয়ার হোসেন জানান, ওই ব্রিজটি ডালবুগঞ্জ ইউনিয়নের শেষ প্রান্তে। ওই ব্রিজটি নির্মাণ হলে বাজারটি অস্তিত্ব থাকবে। কারন ওই এলাকার লোকজনের সাপ্তাহিক হাট ডালবুগঞ্জ বাজার। এজন্য দ্রুত ব্রিজটি নির্মাণ করা দরকার। এ ব্যাপারে কলাপাড়া উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন জানান, ডালবুগঞ্জ বাজারের সঙ্গে মিঠাগঞ্জের যোগাযোগে একটি গার্ডার ব্রিজ নির্মানের টেন্ডার করা হয়েছে।