পিরোজপুর ও বাগেরহাটে নদী থেকে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ করেছে নৌবাহিনী
আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১ ৬:০০ অপরাহ্ণ
Spread the love
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা ॥
বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজ “কর্ণফুলী” এর নেতেৃত্বে পরিচালিত জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচী-২০২১ অভিযানে গত ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ৫দিনে পিরোজপুর ও বাগেরহাটের বিভিন্ন নদ-নদী থেকে গত পাচঁ দিন অভিযান চালিয়ে ২০ লাখ ৬০হাজার মিটার অবৈধ জাল আটক করা হয়েছে। আটককৃত এসব জালের মূল্যে প্রায় ৫ কোটি ৯০ লাখ টাকা। বাংলাদেশ নৌ বাহিনীর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১ এপ্রিল থেকে শুরু হওয়া এ সম্মনিত অভিযানে দেশের বিভিন্ন নদী অববাহিকায় বাংলাদেশ নৌবাহিনী অপারেশন পরিচালনা করছে,যা চলবে ৩০জুন ২০২১সাল পযর্ন্ত । আটককৃত এসব অবৈধ জাল স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং মৎস্য কর্মকর্তাও উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। এ অভিযানের ফলে দেশের নদ-নদী গুলোতে জাতীয় সম্পদইলিশের সমাগম আগের চেয়ে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এদিকে করোনা কাউখালী ও আশপাশের এলাকায় গত শুক্রও শনিবার কর্মহীন দরিদ্র জনগোষ্ঠির মধ্যে করোনা মহামারীতে বিপর্যস্ত কর্মহীন মানুষের মাঝে ত্রান বিতরন করেছে বানৌজা কর্ণফুলী ।