আজকের বার্তা
আজকের বার্তা

ভান্ডারিয়ায় মৎস্যজীবী খুন দু’জন আটক


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১ ৫:৫১ অপরাহ্ণ ভান্ডারিয়ায় মৎস্যজীবী খুন দু’জন আটক
Spread the love
ভান্ডারিয়া প্রতিনিধি ॥
পিরোজপুরের ভা-ারিয়া উপজেলার পূর্ব পশারীবুনিয়া গ্রামে গত রোববার রাতে জাল পাতাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পরেশ হালদার (৬০) নামের এক মৎস্যজীবী খুন হয়েছে বলে অভিযোগ উঠছে। সে পূর্ব পশারীবুনিয়া গ্রামের সখানাথ হালদারের ছেলে। এ ঘটনায় পুলিশ নির্মল হালদার (৭০) ও তার ছেলে শুভ্র হালাদার (২৫) নামের অপর দুই মৎসজীবীকে আটক করেছে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে পরেশ হালদার প্রতিদিনের ন্যায় পশারীবুনিয়া নাথপাড়া খালে বাঁধা জাল পাততে যায় । এ সময় নির্মল হালদার ও তার ছেলে শুভ্র হালদার ও নারায়ন মিস্ত্রী একই জায়গায় জাল পাততে চাইলে পরেশ এতে বাধা দেয় এবং বাক বিতন্ডার এক পর্যায়ে এরা পরেশ হালদার কে লাঠি দিয়ে আঘাত করে এবং কিল ঘুষি মারতে থাকে এ সময় পরেশ প্রাণ ভয়ে দৌড়ে তার নিজ বাড়ীতে চলে এলে প্রতিপক্ষ তার পেছন পেছন তার ওপর হামলা চালতে তাদের বাড়ীতে চলে আসে। প্রতিপক্ষের আঘাতে এক পর্যায়ে পরেশ হালদার তার স্বজনদের সামনেই নিজ বাড়ীর আঙিনায় লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায় সে । নিহতের চাচাতো বোন মিতু জানান, বাগবিতন্ডা শুনে আমি ঘরের সামনে গেলে দেখি আমার চাচাতো ভাই পরেশ দৌড়ে বাড়ির ভিতরে আসে আর বলে আমাকে ধর ওরা আমাকে মেরে ফেলবে। এ সময় পিছনে নারয়ন ও শুভ। তখন নারয়নের হাতে লাঠি ছিলো। এ ব্যাপারে ভান্ডারিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মাসুমুর রহমান বিশ্বাস গত রোববার রাতেই ওই জেলের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, এ ঘটনানায় দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে । তদন্তের স্বার্থে এখনই সকল ঘটনা বলা যাচ্ছে না।