আজকের বার্তা
আজকের বার্তা

আগামী বর্ষা মৌসুমে বরিশাল নগরী জলাবদ্ধতা মুক্ত থাকবে : বিসিসি মেয়র


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১ ৫:৪৯ অপরাহ্ণ আগামী বর্ষা মৌসুমে বরিশাল নগরী জলাবদ্ধতা মুক্ত থাকবে : বিসিসি মেয়র
Spread the love
শফিক মুন্সি ॥
বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, নগরীর বিভিন্ন খালগুলো দূষণ – দখলে বিপর্যস্ত। যে কারণে প্রতিবছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।তাই এবছর আগেভাগে খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন। আশা করছি আগামী বর্ষা মৌসুমে নগরী জলাবদ্ধতা মুক্ত থাকবে। গতকাল সোমবার দুপুরে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা সংলগ্ন নবগ্রাম খালের পরিস্কার পরিচ্ছন্না ও খনন কাজের উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন বিসিসি মেয়র। এসময় তাঁর সঙ্গে ছিলেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিসিসি সূত্রে জানা গেছে, খনন কাজের আওতায়  বরিশাল নগরীর ৫ টি খাল পরিস্কার পরিচ্ছন্ন ও খনন করা হবে। খাল গুলো হলো জেল খাল, সাগরদী খাল, লাকুটিয়া খাল, নবগ্রাম খাল, ভাটার খাল। সোমবার দোয়া মোনাজাতের মাধ্যমে অত্যাধুনিক মেশিন দ্বারা খাল গুলোর খনন ও পরিষ্কার – পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা  মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক  (রাজস্ব) রাজিব আহমেদ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন,জেলা প্রশাসনের সহকারী কমিশনার  সুব্রত বিশ্বাস দাস, সদর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) নিশাত তামান্না, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ সহ সিটি কর্পোরেশন এর কর্মকর্তা কর্মচারীরা । উল্লেখ্য, ধান-নদী-খাল এই তিনে বরিশাল প্রাচ্যের ভেনিস হিসেবে খ্যাত। বরিশাল নগরীটি অসংখ্য  খাল দ্বারা বেষ্টিত ছিল বলে ইতিহাসের পাতা থেকে জানা যায়। দখলদারদের আগ্রাসন, অপরিকল্পিত নগরায়ন এবং ময়লা-আবর্জনায় পূর্ণ হয়ে খাল গুলি এখন মৃতপ্রায়। শুধু জেল খাল নয়, নগরীর মধ্য দিয়ে বয়ে যাওয়া সাগরদী খাল, চাঁদমারী খাল, লাকুটিয়া খাল, নবগ্রাম খাল, ভাটার খাল ও শোভারানীর খালসহ ২২টি খালের অস্তিত্ব এখনো রয়েছে।