আজকের বার্তা
আজকের বার্তা

বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডের বাঘিয়ায় ভূমি দস্যুতার অভিযোগ


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১ ৫:৪৭ অপরাহ্ণ বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডের বাঘিয়ায় ভূমি দস্যুতার অভিযোগ
Spread the love
শামীম আহমেদ ॥
বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডের বাঘিয়া এলাকায় স্থানীয় মোতালেব হাওলাদার সহ কয়েক জনের বিরুদ্ধে ভূমি দস্যুতার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি সেখানকার দুই পরিবারের ভোগ দখলীয় সম্পত্তির বাউন্ডারি ভাঙচুর করে ভেতরে প্রবেশ করার ঘটনায় ভুক্তভোগীরা থানা পুলিশ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন। ইতোপূর্বে মোতালেব হাওলাদার ও ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইমরান মোল্লার বিরুদ্ধে অন্তহীন অভিযোগ উঠেছে। এদের মধ্যে মোতালেব জাল জালিয়াতির অপরাধে একাধিকবার কারাগারে যায়। সম্প্রতি মো:মোস্তাফিজুর রহমান, ফারহানা আফরোজ বাদী হয়ে মোতালেব হাওলাদারসহ কয়েকজনের বিরুদ্ধে ভূমি দস্যুতার অভিযোগ করেছেন। তাদের ভোগ দখলীয় সম্পত্তির বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলার অভিযোগ করা হয়। অভিযোগে বলা হয়, মোতালেব হাওলাদারসহ মো: শাওন, ইমরান মোল্লা, মো: জুয়েল, মো: সজল, মো: মামুন, মো: মানিক, মো: আশিক বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলার ঘটনা ঘটায়। এদের সবার ঠিকানা ইছাকাঠি, ২৯ নং ওয়ার্ড, বরিশাল। অপরদিকে আব্দুল কাদের হাওলাদার নামের আরেক ব্যক্তি বাদী হয়ে মোতালেব হাওলাদারসহ অন্যান্য ব্যক্তির বিরুদ্ধে ভূমি দস্যুতার অভিযোগ করেছেন। তিনি তার ভোগ দখলীয় সম্পত্তির বাউন্ডারি ওয়াল সন্ত্রাসী বাহিনী কর্তৃক ভেঙ্গে ফেলার অভিযোগ করেছেন। অভিযোগে মোতালেব হাওলাদারসহ জুয়েল, শাওন, ইমরান মোল্লা, মামুন, সজল, আশিক, মানিকসহ আরো কয়েকজন বিরুদ্ধে এরকম অভিযােগ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগীরা। ভূক্তভোগীরা বলেন, নানান কায়দায় হুমকি-ধামকি দিচ্ছেন মোতালেবের ক্যাডার বাহিনী। আমরা আতঙ্কে রয়েছি। ভুক্তভোগীরা বলেন, আমরা জীবনের চরম নিরাপত্তাহীনতায় বসবাস করছি। যেকোন সময় আমাদের পরিববারের ক্ষতি সাধন করতে পারে সন্ত্রাস প্রকৃতির লোকজন। ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহম্মেদ বলেন, এদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বলাবাহুল্য : বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বাঘিয়া মৌজার হযরত খান জাহান আলী সড়কের উন্নয়কাজের নির্দেশ দেন। সড়কের নির্মাণকাজের শুরুতে ইমরান মোল্লা, শাওন, মোতালেব হাওলাদারে বিরুদ্ধে বাধা প্রদানের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে ভূক্তভোগীরা বরিশাল সিটি মেয়রের আশু দৃষ্টি কামনা করেছেন।