আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১ ৫:৪৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ॥
বরিশালে বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বর্তমান সময়ে। তীব্র দাবদাহে অস্থির নগরবাসী। অতিরিক্ত গরমে বেড়েছে মৌসুমে রোগ বালাইয়ে আক্রান্ত হবার সম্ভাবনা। আর এমন গরম থেকে নিস্তার পেতে অযথা বাইরে বের হওয়া থেকে বিরত রয়েছেন অনেকে। এরমধ্যেই গত ৫ই এপ্রিল থেকে চলাচলের ওপর সাধারণ এবং ১৪ ই এপ্রিল থেকে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করার চিত্র লক্ষ করা গেছে পুরো সময় জুড়ে। কিন্তু আজ দুইদিন যাবৎ হঠাৎ তীব্র দাবদাহ শুরু হলে কিছুটা ফাঁকা দেখা যায় নগরীর প্রধান প্রধান স্থানগুলো। আবহাওয়া অধিদপ্তর বরিশাল আঞ্চলিক কার্যালয়ের জেষ্ঠ পর্যবেক্ষক প্রণব কুমার জানান, গত রোববার বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা বিগত ৮ বছরের মধ্যে সর্বোচ্চ। গতকাল সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ১০ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরো বলেন, বাতাসের সঙ্গে মৃদু থেকে মাঝারি মাত্রায় দাবদাহ বয়ে যাচ্ছে। যে কারণে গরমের এতটা তীব্রতা। তবে সহসা এই পরিস্থিতি ঠিক হচ্ছে না। আগামী সপ্তাহের মাঝামাঝি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তখন গরম কিছুটা কমতে পারে। তীব্র গরমে বৃদ্ধি পায় বিভিন্ন রোগবালাই। তাই সুস্থ থাকতে এসময় রোদে একটু কম ঘোরাঘুরি করাই ভালো বলে পরামর্শ দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা.তানজিন হোসেন। তিনি বলেন, অতিরিক্ত গরমে পানিশূন্যতা ও বিভিন্ন ফ্লু জাতীয় রোগবালাই বেশি হয়। তাই চলমান দাবদাহে বেশি বাইরে ঘোরাঘুরি করলে কিংবা খোলা – ভাজাপোড়া খাবার খেলে ডায়রিয়া, জ্বর, সর্দিকাশি সহ অন্যান্য রোগে আক্রান্ত হবার সম্ভাবনা বৃদ্ধি পায়।