আজকের বার্তা
আজকের বার্তা

ঈদের জামাত হবে মসজিদে, করা যাবে না কোলাকুলি


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১ ১:৫৩ অপরাহ্ণ ঈদের জামাত হবে মসজিদে, করা যাবে না কোলাকুলি
Spread the love
বার্তা ডেস্ক ॥
করোনা পরিস্থিতির কারণে এবারও ঈদের জামাত ঈদগাহে বা খোলা জায়গার পরিবত্রে মসজিদে পড়তে হবে। একইসঙ্গে মসজিদে জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (২৬ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তরফ থেকে ঈদুল ফিতরের নামাজের জামাত আদায় সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে। হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়া সাপেক্ষে আগামী ১৩ বা ১৪ মে দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের দিন মুসলমানরা মসজিদ কিংবা ঈদগাহে ২ রাকাত ঈদের ওয়াজিব নামাজ আদায় করে থাকেন। এদিকে সোমবার (২৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত নেয়া হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ আরও সাত দিন বাড়বে। আগামী ৫ মে পর্যন্ত এই ‘বিধিনিষেধ’ বহাল থাকবে।