আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন


আজকের বার্তা | প্রকাশিত: মে ২৬, ২০২৩ ১:৩৩ অপরাহ্ণ বরিশালে গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন

গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেওয়াসহ গুম বন্ধের দাবিতে বরিশালে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে এ মানববন্ধন করেছেন নিখোঁজদের স্বজনরা। শুক্রবার (২৬ মে) দুপুরে নগরের অশ্বিনী কুমার হলের সামনে ‘মায়ের ডাক’ ও ‘হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক’ এর যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মায়ের ডাকের সদস্য এসকান্দার সিকদারের সভাপতিত্ব বক্তৃতা দেন, নিখোঁজ ফিরোজ খান কালু ও মিরাজ হোসেন খানের মা ফিরোজা বেগম, বোন মুক্তা বেগম, নিখোঁজ ফিরোজের স্ত্রী আমেনা আক্তার বৃষ্টি, মায়ের ডাকের সদস্য মুক্তা বেগম ও নারগিস আক্তার পারভিন।

 

নিখোঁজ ফিরোজ ও মিরাজের মা ফিরোজা বেগম বলেন, ২০১২ সালের এপ্রিল মাসে আমার বড় ছেলে ফিরোজকে চট্টগ্রাম থেকে অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়ে যায়। এরপর ওই বছরের আগষ্ট মাসে ছোট ছেলে মিরাজকেও ঢাকা থেকে অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়ে গেছে। তারপর থেকে আজ পর্যন্ত তাদের কোনো খোঁজ নেই। দীর্ঘ ১১ বছর দুই সন্তানের অপেক্ষায় রয়েছি। সন্তানদের জন্য মায়ের এই অপেক্ষা কতটা কষ্টদায়ক তা ভূক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। তাই অবিলম্বে আমার ছেলেদের ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।

 

উল্লেখ্য, ২০১২ সালের ২৪ মার্চ সন্ধ্যা ৭টার দিকে নগরীর কালিবাড়ি রোডের সরকারি বরিশাল কলেজের প্রধান ফটকের সামনে রাফসান আহমেদ জিতুকে নৃসংশভাবে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। জিতু তৎকালীন মহানগর ছাত্রদলের একাংশের যুগ্ম আহ্বায়ক ও সরকারি বরিশাল কলেজ শাখার সভাপতি ছিলেন। ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে ওই খুনের ঘটনা ঘটে বলে অভিযোগ। ওই হত্যা মামলার প্রধান আসামি ছিল ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ফিরোজ খান কালু। তার ভাই মিরাজও জিতু হত্যা মামলার আসামি ছিল।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107