আজকের বার্তা
আজকের বার্তা

নগরীতে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই


আজকের বার্তা | প্রকাশিত: মে ২৪, ২০২৩ ১:৫৪ অপরাহ্ণ নগরীতে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর স্ব-রোডের বাকলার মোড় পার্টি হাউজ কমিউনিটি সেন্টারের পার্শ্ববর্তী একটি কনফেকশনারী দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মিতুয়া কনফেকশনারী নামের দোকানটিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, হঠাৎ দেখি দোকানের মধ্য থেকে লাল কি যেনো দেখা যাচ্ছে। পরবর্তীতে কাছে যেতেই দেখি ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এরপর আমরা আগুন নিভানোর চেষ্টা করি এবং ফায়ার সার্ভিসকে খবর দেই। তবে ফায়ার সার্ভিসের লোক আসার পূর্বেই দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে দোকানের প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

 

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, স্থানীয়দের ফোন কলের মাধ্যমে খবর পেয়ে সাথে সাথে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তবে দোকানে থাকা সকল মালামাল পূরে যায়। তিনি আরও জানান, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো বলা সম্ভব না।