আজকের বার্তা
আজকের বার্তা

খরায় ঝরে যাচ্ছে আম, দুশ্চিন্তায় বাগান মালিকরা


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১ ১:৪৬ অপরাহ্ণ খরায় ঝরে যাচ্ছে আম, দুশ্চিন্তায় বাগান মালিকরা
Spread the love
বার্তা ডেস্ক ॥
খরায় পুড়ছে বরেন্দ্র অঞ্চল। গত কয়েকদিনের তীব্র তাপদাহে বরেন্দ্র অঞ্চলের আম বাগানগুলোতে পানি শূন্যতায় ব্যাপক হারে ঝরে পড়ছে আম। আমের জন্য এই মুহূর্তে দরকার বৃষ্টি। তাহলে আমগুলো রক্ষা পেত। তাই বাগানমালিকরা দুশ্চিন্তায় রয়েছেন। এভাবে চলতে থাকলে ফলন বিপর্যয়ের আশঙ্কায় তাদের। এদিকে, গত বছরের চেয়ে এবার ফলন বেশি হওয়ার আশা কৃষি বিভাগের। তাই খরায় আমের বাগানে পানি সেচসহ পোকার আক্রমণ ঠেকাতে কীটনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষকদের। সাপাহারের আম বাগান মালিক হাবিবসহ বেশ কয়েকজন বলেন, খরা প্রবণ বরেন্দ্র এলাকায় পানি সংকটের কারণে বাগানে সেচ দিতে পারছেন না তারা। তাই যদি দুই একদিনের মধ্যে বৃষ্টি না হয় তাহলে আমের ফলন বিপর্যয়ের শঙ্কা করছেন। আর এভাবে চলতে থাকলে বাগানে গাছ থাকবে কিন্তু আম থাকবে না। নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামছুল ওয়াদুদ, খরার কারণে কিছু আম ঝরে পড়লেও তেমন সমস্যা নাই। কারণ ঝরে পড়ার পর যেসব আম থাকবে সেগুলোর মান ভালো থাকবে। তিনি আরও জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে গাছে গাছে উকুন পোকার আক্রমণ দেখা দিয়েছে। তাই তিনি গাছে পানি সেচসহ কীটনাশক ব্যবহার করার পরামর্শ দেন। গতবারের চেয়ে এবার আমের ফলন ভালো হবে বলে আশা কৃষি বিভাগের। চলতি বছর নওগাঁ জেলায় ২৫ হাজার ৮৫০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। যা গতবারের চেয়ে ২৪ হাজার ৭৭৫ হেক্টর জমি বেশি। এবার ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ১০ হাজার ২০০ মেট্রিক ট্রন।