আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে ডায়রিয়ার প্রকোপ, একজনের মৃত্যু


আজকের বার্তা | প্রকাশিত: মে ১০, ২০২৩ ১:৩৩ অপরাহ্ণ বরিশালে ডায়রিয়ার প্রকোপ, একজনের মৃত্যু
Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। মঙ্গলবার দুপুরে তিনি মারা যান বলে ওই ওয়ার্ড সূত্রে জানা গেছে। তার নাম এসহাক হাওলাদার। তিনি নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বিশ্বাস বাড়ির বাসিন্দা।

এসহাকের স্বজনরা জানান, গুরুতর অসুস্থ অবস্থায় সোমবার রাতে হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপর সকালে তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নতুন আটজন রোগী ভর্তি হয়েছেন। সোমবার ১৫ জন, রোববার ১৬ জন, শনিবার ১৪ জন, শুক্রবার ১৪ জন, বৃহস্পতিবার ১৫ জন ও ৩ মে ১৯ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল বলেন, আমি জরুরি মিটিংয়ে আছি। হাসপাতালের চিকিৎসক মো. আশীকুর রহমান বিস্তারিত বলতে পারবেন। বিকালে ডা. আশীকুরকে কল দিলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।