আজকের বার্তা
আজকের বার্তা

মেয়র প্রার্থী ফয়জুল করীমকে বরণ করে নিলেন কয়েক হাজার নেতাকর্মী


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৮, ২০২৩ ২:২৯ অপরাহ্ণ মেয়র প্রার্থী ফয়জুল করীমকে বরণ করে নিলেন কয়েক হাজার নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে বরণ করে নিয়েছেন কয়েক হাজার নেতাকর্মীরা। সোমবার বিকেলে ঢাকা থেকে সড়কপথে বরিশালে আসেন তিনি। বিকেলে বরিশাল নগরীর প্রবেশদ্বার গড়িয়ারপাড় এলাকায় পৌঁছালে তাঁকে মোটরসাইকেল শোভাযাত্রায় বরণ করে শহরে নিয়ে আসেন দলের নেতা-কর্মীরা। এরপর তাঁকে দেওয়া হয় নাগরিক সংবর্ধনা।

 

দলটির নেতারা বলেন, বেলা তিনটার দিকে সৈয়দ ফয়জুল করিম গড়িয়ারপাড় এলাকায় পৌঁছায়। সেখান থেকে অন্তত দুই হাজার মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করে তাঁকে বরিশাল নগরে আনা হয়। যানজট এড়াতে নগরের নথুল্লাবাদ থেকে সিঅ্যান্ডবি রোড হয়ে আমতলা মোড়ে মঞ্চ করে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে বরণ করে নিতে বড় আকারের ‘শোডাউন’ করতে এক সপ্তাহ ধরেই প্রস্তুতি নিয়েছিলেন দলটি। মূলত শুরুতেই চমক দেখাতে এই কৌশল নিয়েছে দলটি। বিএনপি এবার নির্বাচন বর্জন করায় এবং আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দলের ভেতরে দ্ব›দ্ব-অবিশ্বাসের কারণে এবারের সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন আলাদা গুরুত্ব পাচ্ছে।

 

গত ১৮ এপ্রিল দলীয় প্রার্থীর নাম ঘোষণার দিনক্ষণ ঘোষণা করেছিল ইসলামী আন্দোলন। কিন্তু ওই দিন দুপুরে তা আকস্মিকভাবে স্থগিত ঘোষণা করে দলটি। ঈদের পাঁচ দিন পর ২৭ এপ্রিল মুফতি সৈয়দ ফয়জুল করিমকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। দলের কয়েকজন নেতা বলেন, ইসলামী আন্দোলনের প্রার্থীকে ঘিরে এবার যে চমক সৃষ্টি হয়েছে, তা কাজে লাগাতে দল সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে বড় ধরনের প্রস্তুতি নিতে তারা গণসংযোগ বা নির্বাচনী কার্যক্রমে মাঠে নামতে সময় নিচ্ছে। সবকিছু গুছিয়ে একসঙ্গে মাঠে নামতে চায় দলটি।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107