আজকের বার্তা
আজকের বার্তা

আরমানিটোলায় অগ্নিকান্ডের মামলায় দুই আসামি গ্রেপ্তার


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১ ১:৩৯ অপরাহ্ণ আরমানিটোলায় অগ্নিকান্ডের মামলায় দুই আসামি গ্রেপ্তার
Spread the love
বার্তা ডেস্ক ॥
আরমানিটোলায় অগ্নিকা-ের ঘটনায় করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ সোমবার এক খুদে বার্তায় র‌্যাব এ খবর জানিয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ মোস্তফা। মোস্তাফিজুর রহমানকে ঢাকা ও মোহাম্মদ মোস্তফাকে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়। বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত জানানোর কথা রয়েছে র‌্যাবের। শুক্রবার ভোরে পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশন নামের ছয়তলা একটি ভবনে আগুন লাগে। এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন মারা গেছেন। আহত হয়েছেন ফায়ার সার্ভিসের চার সদস্যসহ ২৫ জন। ভবনটির নিচতলায় রাসায়নিকের দোকান ছিল।  এই ঘটনায় বংশাল থানায় আটজনের নাম উল্লেখ করে মামলা হয়। এই মামলায় অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়।