আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১ ১:৩৮ অপরাহ্ণ
Spread the love
বার্তা ডেস্ক ॥
পশ্চিমবঙ্গে আজ সপ্তম দফার ভোটগ্রহণ হয়েছে। এদিন স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে ভবানীপুর কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনে গিয়ে ভোট দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুইলচেয়ারে চড়েই তিনি ভোটকেন্দ্রে যান। সেখানে তার হুইলচেয়ারের কথা মাথায় রেখে বিশেষভাবে মসৃণ জায়গা তৈরি করা হয়। ভোট দেওয়ার পর বেরিয়ে বিজয় চিহ্ন ‘ভি’ দেখান মমতা। এর আগে দুপুর ১২ টার দিকে মর্ডান হাই স্কুলে ভোট দেন তৃণমূল সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান। এদিন দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, কলকাতা ও পশ্চিম বর্ধমানের মোট ৩৪ আসনে ভোট হয়।