বাকেরগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাকেরগঞ্জে বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিনা উপকেন্দ্র রহমতপুর, বরিশাল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাকেরগঞ্জের বাস্তবায়নে বিনা কৃষি প্রযুক্তি পল্লীর শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব (পিপিসি অনুবিভাগ) কৃষি মন্ত্রনালয়ের মোঃ রুহুল আমিন তালুকদার, অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর বরিশালের কৃষিবিদ মোঃ শওকত হোসেন, মহাপরিচালক,বিনা প্রধান কার্যালয়ের ড. মির্জা মোফাজ্জল ইসলাম, ড. মোঃ শহীদুল ইসলাম, মুরাদুল হাসান এবং বাকেরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল সহ এলাকার কৃষক বৃন্দ। বাংলাদেশে ১৫ টি স্থানে কৃষি পল্লীর উদ্বোধন করা হবে, তারমধ্যে সর্ব প্রথম বাকেরগঞ্জের বোয়ালিয়ায় উদ্বোধন করা হলো বলে জানিয়েছেন বক্তরা।