মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান, অমর একুশে গানের রচয়িতা, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফ্ফার চৌধুরী সেতু, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক চৌধুরী সেতু, শহীদ মারুফ চৌধুরী সেতু, হাশেম পঞ্চায়েত সড়কের উদ্বোধন এবং সুফিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন পংকজ নাথ এমপি।
সোমবার সকাল ১১টায় মেহেন্দিগঞ্জ পৌরসভাধীন খেজুরতলী বাজার সংলগ্ন পাতারহাট টু উলানিয়া সড়কে আব্দুল গাফ্ফার চৌধুরী সেতু উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে, ভাষা সৈনিক আব্দুল গাফ্ফার চৌধুরীর গৌরবোজ্জল ইতিহাতের কথা তুলে ধরেন এবং তার জন্মস্থান মেহেন্দিগঞ্জের স্মৃতি বিজড়িত এই জনপদে তার নামে সেতুটি নামকরণ করায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, উপজেলার চানপুর, উলানিয়া (উত্তর), উলানিয়া (দক্ষিন) ও গোবিন্দপুর এই ৪টি ইউনিয়নের সাথে মেহেন্দিগঞ্জ উপজেলা সদরের যোগাযোগের একমাত্র মাধ্যম এই সেতু। এই সেতু নির্মানের ফলে এই ৪টি ইউনিয়নের মানুষের উপজেলা সদরের সাথে স্থায়ী যোগাযোগের দীর্ঘদিনের স্বপ্ন পূরন হয়েছে। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩টি সেতু বাস্তবায়ন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি, মেহেন্দিগঞ্জ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন মোল্লা, পৌর কাউন্সিলর নাদিম মাহামুদ তালুকদার, কাউন্সিলর মনির জমদ্দার, কাউন্সিলর আলী আব্দুল্লাহ্ দোলন, ইউপি চেয়ারম্যান সামছুল বারী মনির, চেয়ারম্যান বাহাউদ্দিন ঢালী, সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, চেয়ারম্যান মোস্তফা রাড়ী, চেয়ারম্যান হারুন অর-রশিদ মোল্লা, সহ বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্ধ।
মনির দেওয়ান/মেহেন্দিগঞ্জ