আজকের বার্তা
আজকের বার্তা

ভোলার ইলিশায় ধরা পড়ল ৬ মণের শাপলাপাতা মাছ


আজকের বার্তা | প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩ ২:২৬ অপরাহ্ণ ভোলার ইলিশায় ধরা পড়ল ৬ মণের শাপলাপাতা মাছ

ভোলার ইলিশা নদীতে জালে ধরা পড়ল ৬ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ। জেলা সদরের রাজাপুর ইউনিয়নের জেলে সাইদুল ইসলামের জালে বড় আকৃত্তির এ মাছটি ধরা পড়ে। পরে মাছটি বরিশালের একটি আড়তে বিক্রি হয়েছে ৪৮ হাজার টাকায়। এদিকে হঠাৎ করেই সাগরের মাছ নদীতে চলে আসায় জেলেদের মধ্যে আগ্রহের যেন শেষ নেই। মাছটি এক নজর দেখতে অন্যরাও ভিড় করছেন।

 

জেলে সাইদুল জানান, গতকাল মঙ্গলবার বিকেলে ভোলার ইলিশা নদীতে মাছ শিকার করছিলেন তিনি। এ সময় তার সঙ্গে শাকাওয়াত ও বশির নামে আরও দুই জেলে ছিলেন। মাছ ধরার একপর্যায়ে ভারী কোনো বস্তু জালে আটকে পড়েছে বুঝতে পেরে স্থানীয় অন্যান্য জেলেদের সহযোগিতায় মাছটি টেনে তুলেন তারা। বুধবার সকালে সেই মাছ বরিশালের আড়তে ৪৮ হাজার ৮০০ টাকার বিক্রি করা হয়েছে।

 

এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লা বলেন, এটি সমুদ্রের শাপলাপাতা মাছ। খাবার এবং প্রজননের জন্য নদীতে আসতে পারে। পানির গভীরতা পেয়ে উপকূলে চলে এসেছে মাছটি।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107