আজকের বার্তা
আজকের বার্তা

আমতলীতে মুক্তিযোদ্ধা জাদুঘরের স্থান নির্ধারণ চেয়ে সংবাদ সম্মেলন।


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১ ৫:২৯ অপরাহ্ণ আমতলীতে মুক্তিযোদ্ধা জাদুঘরের স্থান নির্ধারণ চেয়ে সংবাদ সম্মেলন।
Spread the love
জাহিদ খান রাসেল, আমতলী ॥
বরগুনার আমতলীতে গতকাল রবিবার দুপুরে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা মিউজিয়ামের স্থান নির্ধারণ প্রসঙ্গে এক জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করেন। মুক্তিযোদ্ধারা যাদুঘরের বর্তমান স্থান পরিবর্তন চেয়ে আমতলী পৌরসভায় নির্মাণে জোর দাবি জানান। সম্মেলনে স্থানীয় সকল মুক্তিযোদ্ধাদের পক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আমতলী উপজেলা শাখার সাবেক কমান্ডার অ্যাডভোকেট এ কে এম শামসুদ্দিন সানু তার লিখিত বক্তব্যে বলেন- আমতলী উপজেলায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে একটি মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপিত হওয়ার সিদ্ধান্ত হলে অত্র উপজেলাধীন গুলিশাখালী ইউনিয়নের নিবাসী আঃ ছত্তার ইঞ্জিনিয়ার ও এলজিইডি চিফ ইঞ্জিনিয়ার অফিসের সাথে যোগাযোগের মাধ্যমে উল্লেখিত মুক্তিযোদ্ধা মিউজিয়াম তার নিজ স্বার্থ চরিচার্থ করার জন্য তার নিজ বাড়ির অজপাড়াগাঁয়ে স্থাপিত করার জন্য পরিকল্পনা করেছে। যেহেতু আঃ ছাত্তার ইঞ্জিনিয়ার এর পরিবার মুক্তিযোদ্ধা পরিবার নয় এবং এটা একটি উপজেলা ভিত্তিক প্রতিষ্ঠান। সেহেতু  এ প্রতিষ্ঠানের সাথে অত্র উপজেলার সকল মুক্তিযোদ্ধা এবং মহান স্বাধীনতার স্বপক্ষের লোকের স্বার্থ জড়িত। সেক্ষেত্রে এ প্রতিষ্ঠান অজপাড়াগাঁয়ে হতে পারে না। সরকার যে উদ্দেশ্যে এ প্রতিষ্ঠান করা হচ্ছে তা ব্যাহত হবে। এ ক্ষেত্রে অত্র উপজেলাধীন সকল মুক্তিযোদ্ধাদের জোর দাবি উক্ত মুক্তিযোদ্ধা জাদুঘার উপজেলা সদরে প্রতিষ্ঠিত করার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি। সংবাদ সম্মেলন শেষে সকল মুক্তিযোদ্ধারা  উপজেলা নির্বাহি অফিসার ও জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন।