আজকের বার্তা
আজকের বার্তা

বাবুগঞ্জে হাজার বস্তা চাল উদ্ধারের ঘটনায় ৫ জনকে আসামী করে মামলা       


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১ ৫:২৭ অপরাহ্ণ বাবুগঞ্জে হাজার বস্তা চাল উদ্ধারের ঘটনায় ৫ জনকে আসামী করে মামলা       
Spread the love
বাবুগঞ্জ প্রতিনিধি ॥
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার খদ্যগুদামের ৫০ মেট্রিক টন ১ হাজার বস্তা চাল উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের সাটিফিকেট সহকারি অশোক মিস্ত্রী বাদী হয়ে গত শনিবার রাতে বাবুগঞ্জ থানায় নামীয় ৫জনসহ অজ্ঞাত ৭/৮জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। আসামিরা হলেন আব্দুস সত্তার মাতুব্বর (৫৫) মোঃ জয়নাল মাঝি(৬০) আরিফ হোসেন(২৮) মোঃ নিজাম হাওলাদার (২৫) ও মোঃ শহিদ মৃধা(২৫)। মামলা নং-১৩।  থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল ১০টার দিকে পাতারহাট  বন্দরের জনৈক জয়নাল মাঝি মেহেন্দিগঞ্জ খাদ্যগুদামের জাহাজ থেকে ১হাজার বস্তা চাল আব্দুস সত্তার মাঝির ট্রলারে তুলে দিয়েছে চাল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত মূলহোতা জয়নাল মাঝি। এমন সংবাদ গত শনিবার দুপুর আনুমানিক ৩টার দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমানকে সংবাদ দেয় স্থানীয়রা। ওই সংবাদের ভিত্তিতে সহকারি কমিশনার বাবুগঞ্জ থানার ওসিসহ একদল পুলিশ নিয়ে আড়িয়াল খাঁ নদ থেকে ট্রলার ভর্তি ৫০টন চাল জব্দ করেন এবং ট্রলার চালক আব্দুস সত্তার (৬০)কে গ্রেফতার করেন। আটককৃত বর্তমান বাজার মূল্যে ধরা হয়েছে সাড়ে ১২ লাখ টাকা। মামলার তদন্তকারী অফিসার ওসি (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, মেহেন্দীগঞ্জ খাদ্যগুদামের ৫০টন চাল খাদ্যগুদামে উঠার আগে জাহাজ থেকে কিভাবে ট্রলার যোগে পাচার হয়েছে তা খতিয়ে দেখছেন। তিনি আরো বলেন মামলার সাথে জড়িতদের গ্রেফতার চেষ্টা চলছে এবং অজ্ঞাতদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।