আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১ ৫:২৪ অপরাহ্ণ
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা ॥
‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পিরোজপুরের কাউখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা.খালেদা খাতুন রেখার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. মোঃহাবিুবুর রহমান, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম.উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন কবির প্রমূখ।