কলাপাড়ায় এক কৃষকের তিন বিঘা জমির বোরো ধান কেটে বাড়ি পৌছে দিল যুবলীগ
আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১ ৫:১৭ অপরাহ্ণ নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥
টিয়াখালীর বাদুরতলী গ্রামের কৃষক মোঃ কবির হোসেনের তিন বিঘা জমির বোরো ধান কেটে বাড়ি পৌছে দিল কলাপাড়া উপজেলা যুবলীগ। গতকাল রবিবার সকালে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেনের নেতৃত্বে যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ শহীদ, পৌরযুবলীগের সহসভাপতি মোঃ যুবরাজ, সাংগঠনিক সম্পাদক আলআমিন, সুমন দাাস, এ্যাডভোকেট সৈয়দ মনিরুজ্জামান, ছাত্রলীগ নেতা আরিফুর রহমান, নাছিমুজ্জামান রাতুল, জাহিদুল ইসলাম, সোহাগ হাওলাদার, তন্ময়সহ অনেকেই এই ধান কাটায় অংশগ্রহণ করেন। করোনার মহামারিতে কৃষকরা যখন শ্রমিক সঙ্কটে ধান কাটতে পারছিলেন না তখন যুবলীগ পাশে দাড়ালেন কৃষকের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের আহ্বানে সাড়া দিয়ে কৃষকের ধান কেটে দিলেন যুবলীগ নেতৃবৃন্দ। কৃষক কবির হোসেন জানান, আমি ছেলেকে নিয়ে ধান কাটছিলাম। কোন শ্রমিক ছিলনা। হঠাৎ যুবলীগ নেতৃবৃন্দ গিয়ে হাজির। তারা তার তিন বিঘা জমির ধান কেটে দেয়ায় তিনি মহাখুশি।