আজকের বার্তা
আজকের বার্তা

উজিরপুরে ইউপি সদস্য কর্তৃক সংখ্যালঘু ব্যবসায়ীর উপর হামলা ও লুটপাট


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১ ৫:১৭ অপরাহ্ণ উজিরপুরে ইউপি সদস্য কর্তৃক সংখ্যালঘু ব্যবসায়ীর উপর হামলা ও লুটপাট
Spread the love
উজিরপুর সংবাদদাতা ॥
বরিশালের উজিরপুরে এক ইউপি সদস্য কর্তৃক সংখ্যালঘু ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে নগদ ২ লক্ষ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলা ও লুটপাটের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সূত্রে জানা যায়, উপজেলার শোলক ইউনিয়নের রামেরকাঠী গ্রামের সত্য রঞ্জন বড়াল এর ছেলে সুকুমার বড়াল(৪৪) ধামুরা বন্দরে সৈকত সুজ এর ব্যবসায়ী। ২২ এপ্রিল রাত পৌনে ৯টায় ব্যবসায়ী সুকুমার বড়াল আগামী ঈদ উপলক্ষ্যে দোকানের মালামাল ক্রয়ের ২ লক্ষ ৮০ হাজার টাকা লেদার ব্যাগে নিয়ে বাড়িতে যাওয়ার পথিমধ্যে পথরোধ করে রামেরকাঠী গ্রামের মোঃ ছত্তার তালুকদারের ছেলে ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম তালুকদার(৪০), মৃত জব্বার বেপারীর ছেলে আনোয়ার হোসেন বেপারী, মৃত খলিল সিকদারের ছেলে ইলিয়াস সিকদার(৩০), শহিদুল হাওলাদারের ছেলে তারেক হাওলাদার(২৫) মিলে তাকে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে আহত করে এবং ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম জুতার ব্যবসায়ীর হাত থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ডাক চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসা টের পেয়ে ওই লুটতরাজ বাহিনী পরবর্তীতে বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। আহতকে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ২৪ এপ্রিল আহত সুকুমার বড়াল বাদী হয়ে অভিযুক্ত ইউপি সদস্যসহ ৪ জনকে আসামী করে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম তালুকদার বিষয়টি এড়িয়ে যান। অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। হামলাকারী ইউপি সদস্য বাহিনীকে দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন সংখ্যালঘু পরিবার।