আজকের বার্তা
আজকের বার্তা

বরিশাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন নিজস্ব  অর্থায়নে ৩৫ কাটুর্ন কলেরা স্যালাইন দুস্থ্যদের জন্য বরাদ্দ


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১ ৫:১৭ অপরাহ্ণ বরিশাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন নিজস্ব  অর্থায়নে ৩৫ কাটুর্ন কলেরা স্যালাইন দুস্থ্যদের জন্য বরাদ্দ
Spread the love
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন নিজস্ব অর্থায়নে ৩৫ কাটুর্ন কলেরা স্যালাইন দুস্থ্যদের জন্য বরাদ্দ করেছে। গতকাল এই স্যালাইন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: বাসুদেব কুমার দাসের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়। বিকেল সাড়ে ৩টায় বিভাগীয় স্বাস্থ্য অফিসে এই কলেরা স্যালাইন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি কাজী মফিজুল ইসলাম কামাল, সহ-সভাপতি হালিম রেজা মোফাজ্জেল, সাধারণ সম্পাদক শারমিন আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লিকু, কাজী মিরাজ, কোষাধ্যক্ষ ডা: নজরুল ইসলাম, আব্দুল জলিল, স্বপন কুমার দাস প্রমূখ। উল্লেখ্য, যেকোন মানবিক বিষয়ে বিশেষ করে স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিষয়ে ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন সাধারণ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।