আজকের বার্তা
আজকের বার্তা

বিশ্বরেকর্ড গড়া সেই শস্যক্ষেতে ধান কাটার প্রস্তুতি


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১ ১:৩৬ অপরাহ্ণ বিশ্বরেকর্ড গড়া সেই শস্যক্ষেতে ধান কাটার প্রস্তুতি
Spread the love
বার্তা ডেস্ক ॥
শস্যচিত্রে বঙ্গবন্ধুর চিত্রটি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়ার পর এবার সেই শস্য কাটতে যাচ্ছে আয়োজক কমিটি। বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে ধানের ক্ষেতে তৈরীকৃত বঙ্গবন্ধু ক্ষেতের একশ’ বিঘা জমির ধান কাটার প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশ্বরেকর্ড গড়া শস্যচিত্রের ধান কাটতে ঢাকা থেকে একাধিক আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মী আসবেন। বগুড়ায় এখন বোরো ধান কাটার মৌসুম শুরু হয়েছে। বৃষ্টি না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে আগামীকাল সোমবার সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হবে। কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং জেলা আওয়ামীলীগ ছাড়াও আয়োজক পক্ষের কর্মকর্তারাও থাকবেন। শস্যচিত্রে বঙ্গবন্ধু’ জাতীয় পরিষদের সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ম আব্দুর রাজ্জাক জানান, শস্যচিত্রে বঙ্গবন্ধু গিনেজ রেকর্ড গড়ার পর এবার ধান কাটার পালা। এই ধানকাটার উদ্বোধন করবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এড. জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি হিসেবে থাকবেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সঞ্চালনায় থাকবেন শস্যচিত্রে বঙ্গবন্ধু’ জাতীয় পরিষদের সদস্য সচিব কৃষিবিদ কে এস এম মোস্তাফিজুর রহমান সিআইপি ।  একই সঙ্গে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় সংসদ সদস্যগণও উপস্থিত থাকবেন। জানা যায়, চলতি বছরের ২৯ জানুয়ারি বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উচ্চ ফলনশীল দুই ধরণের ধানের চারা রোপনের মাধ্যমে এই কর্মযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছিলেন। সেদিন ধানচারা রোপনের মধ্যে দিয়ে শস্যচিত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সৃষ্টির পদযাত্রা শুরু হয়েছিল। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের উদ্যোগে এবং ন্যাশনাল এগ্রিকেয়ারের সহযোগিতায় এই ব্যতিক্রমী কর্মসূচি নেওয়া হয়, যা চলতি বছরের ১৬ মার্চ বিশ্বের সবচেয়ে বড় শস্যচিত্র হিসেবে বিশ্বরেকর্ড গড়ে। গ্রিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশের জন্য নতুন ইতিহাসের সৃষ্টি করে। ন্যাশনাল এগ্রিকেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মোস্তাফিজুর রহমান জানান, আবহাওয়া থেকে শুরু করে সব কিছু ঠিক থাকলে সোমবার ২৬ এপ্রিল সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ধান কাটার উদ্বোধন করা হবে। ধান কাটার পর ধানগুলো ন্যাশনাল এগ্রিকেয়ারের প্রসেসিং জোনে নেওয়া হবে। শস্যচিত্রে বঙ্গবন্ধু ক্ষেতের একশ’ বিঘা জমির ধান কাটার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।