আজকের বার্তা
আজকের বার্তা

বরগুনায় নদীতে ডুবে শিশুর মৃত্যু


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১ ১:৩৫ অপরাহ্ণ বরগুনায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
Spread the love
বার্তা ডেস্ক ॥
বরগুনা শহরের মরা খাকদোন নদীতে ডুবে জুনায়েদ নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার বরগুনা পৌর শহরের পূর্ব চরকলোনীতে এ দুর্ঘটনা ঘটে। শিশু জুনায়েদ সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের মো. কামালের ছেলে। স্থানীয়রা জানায়, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে জুনায়েদ চরকলোনীতে তার দাদা বাড়ির পেছনে খাকদোন নদীর পাড়ে খেলতে যায়। খেলাধুলা করার কোনো এক সময় সে পানিতে পড়ে যায়। পরে পরিবারে সদস্যরা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।